কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহে মৌলভীবাজারে সেমিনার
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৪, ৬:১৬:২৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে মৌলভীবাজারে ‘চতুর্থ শিল্প বিপ্লব এবং আমদের প্রস্তুতি’ প্রস্তুতি শীর্ষক সেমিনার অননুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’র ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম আলম সরকার, রাজনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সমীর কুমার ভৌমিক, তৈমুজ আলী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজহারুল ইসলাম। এর আগে উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন বিভিন্ন কলেজের শিক্ষকসহ টেকনিক্যালের সাথে জড়িত অনেকে। সেমিনারে অতিথিসহ মোট ১শ জন উপস্থিত ছিলেন।