নগরে ফের ডিবি’র হাতে ৪ জুয়াড়ি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৪, ৮:২৫:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকালে শাহজালাল উপশহর এবিসি পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- শাহজালাল উপশহরের মৃত আরমান আলীর ছেলে রুবেল আহমদ (২৯), লামাপাড়ার মৃৃত তোতা মিয়ার ছেলে মোঃ রাব্বি (২৩), মেন্দিবাগের লেচু মিয়ার ছেলে ওয়াজ্জিল মিয়া (৩৯) এবং টিলাগড়ের মৃত তসলিম আলীর ছেলে শুক্কুর আলী (৩৪)।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ধৃতদের মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।