শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের ঢেউটিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৪, ৯:২৯:০৭ অপরাহ্ন
ইসলামী সমাজ বিপ্লব ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয় : এড. জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ইসলামী সমাজ বিপ্লব ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। সমাজে ইসলাম কায়েম হলে বৈষম্য কমে আসবে। যে কোন দুর্যোগ, দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্যের জন্যে হাহাকার করতে হবে না। সমাজে ইনসাফ থাকলে সমস্যাগ্রস্ত মানুষের সাহায্যে রাষ্ট্র এবং বিত্তবানরা নিজে থেকেই এগিয়ে আসবে। তাদের দুর্দিনে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াবে।
তিনি বলেন, দুর্যোগে মানুষকে সহযোগিতা করার মূল দায়িত্ব হলো সরকারের। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সহ সরকারের অধীনে বিভিন্ন সংস্থা, জনবল ও অর্থ মজুদ থাকে। যেগুলো জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত। অথচ আমাদের দেশে জনগণের বিপদে রাষ্ট্রীয় উল্লেখযোগ্য কোন তৎপরতা পরিলক্ষিত হয় না। তিনি বলেন, গণ মানুষের সংগঠন জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থাকে। বিশাল প্রাকৃতিক ক্ষয়ক্ষতির বিপরীতে আমাদের সামান্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর। আমরা দোয়া করি মহান আল্লাহ তার কুদরত দ্বারা সকলের ক্ষতি পুষিয়ে দিন, আপনাদের সক্ষমতা বাড়িয়ে দিন।
এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ২৯ এপ্রিল সোমবার দুপুরে শহরতলীর হাটখোলা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের মাঝে ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সদর উপজেলা আমীর নাজির উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা (উত্তর) জামায়াতের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. ইসলাম উদ্দিন। বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নায়েবে আমীর আব্দুল লতিফ লালা মেম্বার, সেক্রেটারী মাওলানা আল-ইমরান প্রমূখ। বিজ্ঞপ্তি