দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৪, ৬:৪১:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে দুই বছরের দণ্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সিলেট। বৃহস্পতিবার সকালে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এপিবিএন।
দণ্ডপ্রাপ্ত আসামী মো. তোফায়েল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মো. আব্দুস ছাত্তারের ছেলে। তিনি সুনামগঞ্জ সদর থানার জিআর নং-১৮৩/৯৬, ধারা দঃ বিঃ আইনের ৩০৪ (খ) মোতাবেক ২ বছরের কারাদন্ড ও ৫,০০০/ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত আসামী।
এপিবিএন জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টায় সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান পরিচালনা করে ওই আসামীকে গ্রেফতার করা হয়। ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামের তত্ত¡াবধানে সহকারী পুলিশ সুপার মো. আছাবুর রহমান অভিযানে নেতৃত্ব প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরনের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় এপিবিএন।