সিলেটে মে দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৪, ৮:৩৩:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যথাযথ মর্যাদায় সিলেটেও পালিত হয়েছে মহান মে দিবস। বিস্তারিত কর্মসূচী ও নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১ মে) নগরীতে মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা রা। এদিন সকালে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রর উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
এবারের মে দিবসে প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ সামনে রেখে কবি নজরুল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
এছাড়া শ্রমিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথকভাবে মে দিবস পালন করেছে। এসব আয়োজনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা ও রাষ্ট্রীয় সুযোগসুবিধা নিশ্চিতের দাবি তুলে ধরা হয়।
শ্রমিক লীগ, শ্রমিক দল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাড়াও বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের উদ্যোগে দিনভর নগরীতে র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।