বাদাঘাটে বিলে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৪, ৯:২৯:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পানিতে পড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম শামীমা বেগম (১০)। শুক্রবার (৩ মে) বিকাল ৫টার দিকে জালালাবাদ থানার বাদাঘাট এলাকার চিড়াখাই বিলে এ ঘটনা ঘটে। বিলে নৌকায় খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
নিহত শামীমা বাদাঘাট নীলগাঁও গ্রামের আলী আহমদের মেয়ে। সে স্থানীয় নলখল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শামীমার বাবা আলী আহমদ।তিনি জানান, কয়েকজন শিশু নৌকায় খেলতে যায়। সেখানে হঠাৎ খেলার একপর্যায়ে পানিতে পড়ে যায় সে। পরবর্তীতে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।