বিয়ানীবাজারে ট্রাকচাপায় ঝরলো মোটরসাইকেল আরোহীর প্রাণ
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৪, ১০:০০:৫৫ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারে ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে শিবলু আহমদ (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে বিয়ানীবাজার পৌর শহরের খাসাস্থ সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
নিহত শিবলু উপজেলার চারখাই এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। তবে তারা দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার খাসা পন্ডিতপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরসভার খাসায় প্রধান সড়কে মাটি বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘাতক ট্রাক মোটরসাইকেল আরোহী শিবলুকে টেনে হিচড়ে দুরে নিয়ে যায়। এসময় তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায়। ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। পরে তার রক্তাত দেহ উদ্ধার করে বিয়ানীবাজার থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনার পর ঘাতক বালুবোঝাই ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়।
নিহত শিবলু আহমদের স্বজন সুমন আহমদ জানান, এমন মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের ভাতিজার মৃত্যু দেখে আমরা হতবাক। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, আমরা এর বিচার চাই।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ঘটনার খবর নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।