গোয়াইনঘাটে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৪, ৭:৫৪:১৭ অপরাহ্ন
গোয়াইনঘাটে আল-মানার সম্পাদনা পর্ষদের উদ্যোগে আব্দুল মান্নান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ১ম বারের মতো সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ মে) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে সকাল ১১টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া প্রতিযোগিতা শেষ হয় দুপুর ১২টায়। এক ঘণ্টার এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন কলেজ থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আল-মানার সম্পাদনা পর্ষদের সম্পাদক মুহাম্মাদ মামুনুর রশিদ ও প্রকাশক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এর পরিচালনায় কেন্দ্র পরিদর্শনে আসেন তোয়াকুল কলেজের প্রভাষক সমীর চন্দ্র দাস, শিব্বির আহমদ, সোহরাব আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক মঞ্জুরুল আলম, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদ, হাফিজ গুলজার আহমদ, জুবের আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন বিশ্বাস, জাকারিয়া আহমদ, জাকওয়ান আহমদ, রাজু আহমদ, আল মানার এর সহকারী সম্পাদক জুবায়ের আহমদ, তোফায়েল আহমদ সুয়েব।
আল মানার সম্পাদনা পর্ষদের সুত্রে জানা যায়, সীরাত প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে পুরষ্কার দেওয়া হবে। ১ম, ২য় ও ৩য় এই তিনজনকে নগদ অর্থসহ সম্মাননা সনদ, ক্রেস্ট ও বই প্রদান করা হবে। ৪র্থ থেকে ২০তম পর্যন্ত বিজয়ীদেরকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও বই প্রদান করা হবে। এছাড়াও প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে সনদ, বইসহ বিশেষ পুরষ্কার। বিজ্ঞপ্তি