হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কম্পিউটার কোর্সের ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৪, ৬:২০:৫৪ অপরাহ্ন
হলি আর্ট যুব সংস্থার উদ্যোগে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের ওরিয়েন্টেশন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
হলি আর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা আশফাক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সংস্থার সহ সভাপতি ছালেহা বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক মুন্নি আক্তার, আইটি ডেভলাপার সুফিয়ান জালালী, কম্পিউটার প্রশিক্ষণ সাকিব আহমদ, অফিস সহকারী নাহিদ আহমদ, নারী উদ্যোক্তা সালেহা বেগম, শিরিন বেগম, জেসমিন বেগম, জবা বেগম, সামাদ আহমদ, আতিয়া বেগম, জুলেখা বেগম, ছাবেরা বেগম, রাইশা আশফাক, তায়্যিবা, জবা বেগম, হাসান আশরাফ, আদিয়ান, সুমি প্রমুখ। অনুষ্ঠানে অ্যাডভাইজার, অ্যাম্বাসেডর, শিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আশফাক উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম হাতিয়ার হচ্ছে কম্পিউটার। তাই দেশের নতুন প্রজন্মকে কম্পিউটার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। ফলে দেশের বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি অর্থনীতির ভিত্তি শক্তিশালী হবে। তিনি বেকর যুবকদের প্রশিক্ষণ গ্রহণের মধ্যে বেকারত্ব দূর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি