বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৪, ৭:৪৩:৩২ অপরাহ্ন
বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় সিলেট নগরীর তালতলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিলেট জেলা যুব অধিকার পরিষদ এর সভাপতি শাহ শামীম আহমেদ অপুর সভাপতিত্বে ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি জোবায়ের আহমেদ তোফায়েল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর মোরশেদ মামুন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুজন, সিলেট জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক রহমতে এলাহি লস্কর নাঈম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সহ প্রচার সম্পাদক জিএম রাজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ ছামী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক রাজিব হাসান রশিদ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন, শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক জাকির হোসেন, ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শাকের, গণঅধিকার পরিষদের নেতা সাবেক যুবনেতা শাহিন আহমেদ, যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন, যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন। বিজ্ঞপ্তি