সিলেট মডেল নার্সিং ইন্সটিটিউটের আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৪, ৬:৩৩:৩৯ অপরাহ্ন
সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার নগরীর গোটাটিকরস্থ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রমা দেবনাথের সভাপতিত্বে মিডওয়াইফারি শিক্ষার্থী সুমি বেগম ও রিপা দেবী’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মো: দিলশাদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (অর্থ) মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল আমিন, ইন্সট্রাক্টর নিশাত সারা, সুজন বিশ্বাস, শিমলা, আফরিন সুলতানা, সায়েরা খাতুন ও ফারজানা আক্তার রিমি, ঝর্ণা আক্তার, সুস্মিতা পুরকায়স্থ, মাজহারুল ইসলাম ও হাবিবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, নার্সিং হচ্ছে সেবামূলক পেশা। এর মাধ্যমে আর্তমানবতার কল্যাণে কাজ করা সম্ভব। তাই এই মহান পেশায় নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে সাথে সাথে নিজেকেও সুস্থ রাখতে হবে। ১৯৯২ সাল হতে আন্তর্জাতিক মিডওয়াইফারি দিবস পালন হয়ে আসছে। সরকার মিডওয়াইফারি কোর্সকে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে। গর্ভবতী মা, প্রসবকালীন সেবা, প্রসব ব্যথা, মা ও নবজাতক শিশুকে সেবা দেওয়া হলো মিডওয়াইফদের প্রধান দায়িত্ব।
দিবসটি উপলক্ষে নার্সিং বিষয়ের উপর একটি সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জুই দাস ১ম, মাসুমা আক্তার ২য় ও সালেহা আক্তার ৩য় স্থান অধিকার করেন। বিজ্ঞপ্তি