দৈনিক জালালাবাদ অফিসে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ইউনিট চিফ
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৪, ১:৫৭:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশে অবস্থিত আমেরিকা দূতাবাসের পলিটিক্যাল ইউনিট চিফ শ্যারিন সি. ফিৎজেরাল্ড দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত জালালাবাদ কার্যালয়ে এ সাক্ষাতকালে বিভিন্ন বিষয়ে তারা মতবিনিময় করেন।
জালালাবাদ সম্পাদকের সাথে মতবিনিময়ে শ্যারিন সি. ফিৎজেরাল্ড সিলেটে তার প্রথম সফরে অত্যন্ত উচ্ছ্বসিত বলে জানান। তিনি সিলেটের নয়নাভিরাম সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন।
একইসময় তিনি দেশের রাজনীতি, সম্ভানাময় অর্থনীতি, রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশে আমেরিকান বিনিয়োগ সহ নানা বিষয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ গত ৫৩ বছরে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আমেরিকাও এই অর্জনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সাফল্য ও সম্ভাবনাকে আরো বিকশিত করতে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো আরো শক্তিশালী করার উপর জোর দেন তিনি।
এসময় জালালাবাদ সম্পাদক অতীতের মতো বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতার হাত আরো বাড়িয়ে দিতে শ্যারিন সি. ফিৎজেরাল্ড এর প্রতি আহবান জানান। তিনি বলেন, আমেরিকা বাংলাদেশের দীর্ঘকালীন বন্ধু। এই বন্ধুত্ব যুগ যুগ ধরে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসাথে সিলেটে চমৎকার বিনিয়োগ পরিবেশ রয়েছে উল্লেখ করে জালালাবাদ সম্পাদক সিলেটে আমেরিকার বিনিয়োগ প্রত্যাশা করেন।
মুকতাবিস উন নূর জালালাবাদ অফিসে শ্যারিন সি. ফিৎজেরাল্ডকে স্বাগত জানান ও আসার জন্য ধন্যবাদ জানান। মতবিনিময় শেষে জালালাবাদ সম্পাদক তার লেখা দুটি বই শ্যারিন সি. ফিৎজেরাল্ডকে উপহার দেন। শ্যারিন সি. ফিৎজেরাল্ডও জালালাবাদ সম্পাদককে আমেরিকা দূতাবাসের ডায়রী ও কলম উপহার দেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন আমেরিকার দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ ও পলিটিক্যাল অফিসার কামরুল হাসান খান, দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক নিজাম উদ্দিন সালেহ ও যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান।