অযৌক্তিক হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মজুমদারপাড়া এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৪, ৭:৩৭:০৪ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স আরোপের প্রতিবাদে শিবগঞ্জ মজুমদারপাড়া এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম’আ উপশহর পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হচ্ছে পাল্লা দিয়ে। যার ফলে মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। তার মধ্যে হঠাৎ করে সিলেট সিটি কর্পোরেশনের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স আরোপ পুরো নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলবে। মানববন্ধন ও সমাবেশ থেকে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স এর সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। অবিলম্বে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্সের সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোতাওয়াল্লী মহিবুস সাকুর ও আজিজুর সাকুর প্রমুখ। বিজ্ঞপ্তি