বানিয়াচংয়ে দুই পক্ষে সংঘর্ষে নিহত বেড়ে ৪
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৪, ৮:৫৬:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে। ঘটনাস্থলে দুই জন নিহত হওয়ার পরে হাসপাতালে লিলু মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়। পরে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনু মিয়া (৪৮)। এ ঘটনায় ৫০ জন আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বাড়িঘরে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল কাদির (২৫) ও সিরাজ মিয়া (৫০)।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, ওই উপজেলার আগুয়া গ্রামে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হাঙ্গামাকারীদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়া এবং অটোরিকশাচালক আব্দুল কাদিরের মধ্যে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার ওই গ্রামের বাজারে স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে উভয়পক্ষের লোকজন দুপুরে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে রণক্ষেত্রে পরিণত হয়।
তিনি আরও জানান, সংঘর্ষে কাদির ও সিরাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান লিলু মিয়া। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আনু মিয়া।
এলাকাটি হাওরবেষ্টিত দুর্গম হওয়ায় পুলিশ পৌঁছতে দেরি হয়। এ সুযোগে সংঘর্ষ চলাকালে হাঙ্গামাকারীরা বাড়িঘর-দোকানপাটে ব্যাপক লুটতরাজ চালায়।