রিজার্ভ কমে ২০ বিলিয়নের নিচে
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৪, ৯:৪৪:২২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : উত্থান-পতনের মধ্য দিয়েই যাচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গেল কয়েক সপ্তাহ ধরেই তা ১৯-২০ বিলয়নের ঘরে অবস্থান করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমান রিজার্ভ ১৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার। যা গত সপ্তাহে ১৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার ছিল। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, মোট রিজার্ভের পরিমাণ দুই হাজার ৫২৭ কোটি ডলার বা ২৫ দশমিক ২৭ বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এক হাজার ৯৮২ কোটি ডলার বা ১৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার। গত সপ্তাহে যা ছিল এক হাজার ৯৯৫ কোটি ডলার বা ১৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। গত বছরের এই সময়ে মোট রিজার্ভের পরিমাণ অনেক বেশি ছিল (৩০ দশমিক ৯৬ বিলিয়ন বা ৩ হাজার ১১৮ কোটি ডলার)।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে গ্রস রিজার্ভ ছিল ২৯ দশমিক ৭৩ বিলিয়ন ডলার আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।