এসআইইউ নবাগত শিক্ষার্থীদের স্প্রিং-২০২৪ এর নবীনবরণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৪, ৬:০৭:০১ অপরাহ্ন
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৪ সেমিস্টারের বিভিন্ন বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান এসআইইউ ক্যাম্পাসে গতকাল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আশরাফুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানচর্চা ও সৃষ্টির পবিত্র পীঠস্থান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে, একটি দেশের সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ। তিনি বলেন, এসআইইউ-এর শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ আদর্শ শিক্ষার্থী তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে। তিনি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য এসআইইউকে বেছে নেবার জন্য অভিনন্দন জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। তিনি শিক্ষার্থীদের জ্ঞানমুখী হতে আহবান জানান। তিনি শিক্ষার্থীদের স্বাপ্নিক ও দেশপ্রেমিক হতে শিক্ষকদের অনুসরণ করার জন্য বলেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ব্যবসায় প্রশাসন, ইংরেজি, আইন, সিএসই বিভাগের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা এর সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন পাঠ করেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জনাব তৌকির আহমেদ ও পবিত্র গীতা পাঠ করেন সেকশন অফিসার সুবিনয় আচার্য্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসসি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোছাঃ সামিয়া রহমান, আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী জুবায়েদ আহমেদ। স্বাগত বক্তব্যদেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক জনাব স্বাতী রাণী দেবনাথ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড পাইওনির এর সহযোগিতায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ^বিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, আইন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল হাসান খান, ইসিই বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান খালেদ হোসেইন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূসরাত মাহমুদ চৌধুরী, ইংরেজি বিভাগের প্রধান প্রণবকান্তি দেব, প্রক্টর মোঃ রেজাউল কবির, ভারপ্রাপ্ত পরিক্ষা নিয়ন্ত্রক নসরত মাহমুদ চৌধুরী, লাইব্রেরিয়ান মোঃ মোস্তফা কামাল সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি