ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় বাউল শিল্পীসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৪, ৭:৫৩:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা থেকে সিলেট আসার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘষে বাউল শিল্পীসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাউল শিল্পী আহাসান তানভীর পিয়াল (২৬) ও মাইক্রোবাস চালক আবদুস সালাম (৪৩)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি সিলেটের দিকে আসছিলো। অন্যদিকে সিলেট থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। শনিবার ভোর পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছানোর পর গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের চালক আবদুস সালাম ও তার পাশের আসনে বসা আহাসান তানভীর পিয়াল। স্থানীয় লোকজন মাইক্রোবাসের ভেতর থেকে আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস কেটে দুজনের লাশ উদ্ধার করেন। এর আগেই মাইক্রোবাসকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খাইরুল আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করি। এর আগেই আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। এর মধ্যে নিহত দুজনের লাশ ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ইটাখোলা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া হানিফ পরিবহনের ওই বাসটিকে ভূলতা এলাকা থেকে আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে।