জৈন্তাপুরে এসএসসিতে পাশের হার ৬৯
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৪, ৭:৪৭:২৯ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : এ বৎসরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জৈন্তাপুর উপজেলা ১৮২৫ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২৫৭ জন, ৩৪ টি জিপিএ-৫ সহ পাশের হার ৬৯%। সারা দেশের ন্যায় ২০২৪ সালের জৈন্তাপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় ১৬টি স্কুল থেকে ১৪৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৯৫১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২ জন। জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৯টি জিপিএ সহ ৮২.৬৯% পেয়ে উপজেলার মধ্যে সেরা স্কুল হিসেবে প্রশংসা কুড়িয়ে নেয়।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধিনে (ভোকেশনাল) শাখায় এ বছর জৈন্তাপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠান থেকে ২০১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৭০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৪.৫৮%। জিপিএ-৫ পেয়েছে মোট ১২ জন, এর মধ্যে সারিঘাট উচ্চ বিদ্যালয় ( ভোকেশনাল) শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাশের হার ৯৮.০৮%।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় জৈন্তাপুর উপজেলায় এ বছর ৪টি প্রতিষ্ঠান হতে ১৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৩৬ জন, পাশের হার ৮৪%।