বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতিকে চেম্বারের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৪, ৬:১০:০২ অপরাহ্ন
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক এবং সিপার এয়ার সার্ভিসের স্বত্তাধিকারী খন্দকার সিপার আহমদ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন। চেম্বার সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত সভাপতির দায়িত্বশীল নেতৃত্বে সংগঠনটির কার্যক্রমে আরো গতিশীলতা আসবে এবং সদস্যদের কল্যাণে বর্তমান কমিটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। বিজ্ঞপ্তি