সিলেট মডেল নার্সিং ইন্সটিটিউটের আন্তর্জাতিক নার্সেস দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৪, ৬:১১:৫৪ অপরাহ্ন
নানা আয়োজনের মধ্যে দিয়ে সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার নগরীর গোটাটিকরস্থ ইনস্টিটিউট থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে ইনস্টিটিউট অডিটোরিয়ামে আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং ট্যালেন্ট এ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রমা দেবনাথের সভাপতিত্বে, শিক্ষার্থী জান্নাত আরা স্মৃতি ও শাকিল আহমদ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মো: দিলশাদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (অর্থ) মোঃ মুস্তাফিজুর রহমান, ওয়ানব্যাংক গোটাটিকর শাখার ম্যানেজার আর কে এম মুস্তাক চৌধুরী ও পরিচালক প্রভাষক হাবিবা সিদ্দিকা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল আমিন, ইন্সট্রাক্টর নিশাত সারা, সুজন বিশ্বাস, শিমলা, আফরিন সুলতানা, সায়েরা খাতুন ও ফারজানা আক্তার রিমি, ঝর্ণা আক্তার, সুস্মিতা পুরকায়স্থ, তানিয়া আক্তার, হোস্টেল ইনচার্জ আমিনুর রশীদ, মাজহারুল ইসলাম ও হাবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, নার্সিং হচ্ছে সেবামূলক পেশা। এর মাধ্যমে আর্তমানবতার কল্যাণে কাজ করা সম্ভব। তাই এই মহান পেশায় নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে সাথে সাথে নিজেকেও সুস্থ রাখতে হবে। ১৯৭৪ সাল হতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন হয়ে আসছে। আন্তর্জাতিক ভাবে অত্যন্ত গুরুত্বারুপ করছে।
দিবসটি উপলক্ষে নার্সিং বিষয়ের উপর একটি সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় লুবনা আক্তার ১ম, শিপন মিয়া ২য় ও সালেহ আক্তার ৩য় স্থান অধিকার করেন। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি