এসএসসিতে কুলাউড়ায় ভোকেশনালে ভাটেরা উচ্চবিদ্যালয়ে শতভাগ পাশ
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৪, ৯:০৩:০৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় চলতি বছরে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে ভাটেরা মদীনাতুল উলুম সাইফুল-তাহমিনা আলিম মাদ্রাসা। এ মাদ্রাসার ৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে উপজেলার মধ্যে ১ম হয়েছে। এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ১৭টি প্রতিষ্ঠানের ৯১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭২ জন উত্তীর্ণ হয়েছে। উপজেলায় দাখিল পরীক্ষায় মোট পাশের হার ৭৩.৮৫ শতাংশ।
অপরদিকে ভোকেশনাল পরীক্ষার ফলাফলে উপজেলার ৬টি মাধ্যমিক প্রতিষ্ঠানের মধ্যে ভাটেরা উচ্চবিদ্যালয় শতভাগ সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। এরমধ্যে একমাত্র উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়ের ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। এবারের পরীক্ষায় ৪১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৫ জন উত্তীর্ণ হয়েছে। উপজেলায় ভোকেশনাল পরীক্ষায় মোট পাশের হার ৯০.৫৮ শতাংশ।
দাখিলে মাদ্রাসাওয়ারী ফলাফল: বাবনিয়া হাসিমপুর দাখিল মাদ্রাসা থেকে ৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৪ জন, গিয়াসনগর দাখিল মাদ্রাসা থেকে ৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৪ জন, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৩ জন, ভাটেরা মদীনাতুল উলুম সাইফুল-তাহমিনা আ. মাদ্রাসা থেকে ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩টি জিপিএ-৫ সহ ৩২ জন, ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রসা থেকে ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৮ জন, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ১৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮৪ জন, দারুছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪২ জন, মনসুর মোহাম্মাদিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৯ জন, গৌড়করণ দাখিল মাদ্রাসা থেকে ৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৯ জন, কুলাউড়া জালালিয়া দাখিল মাদ্রাসা থেকে ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৩ জন, হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা থেকে ৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৮ জন, চৌধুরীবাজার গাউছিয়া ছুন্নিয়া কুতুবশাহ দাখিল মাদ্রাসা থেকে ৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭২ জন, বরমচাল হজরত খন্দকার দাখিল মাদ্রাসা থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৪ জন, ভাটেরা দারুছুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে ২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১২ জন, বাংলাটিলা দাখিল মাদ্রাসা থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৮ জন, গণকিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৪ জন ও গাজীপুর দাখিল মাদ্রাসা থেকে ৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৬ জন উত্তীর্ণ হয়েছে।
ভোকেশনাল স্কুলওয়ারী ফলাফল: নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় থেকে ৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮৭ জন, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে ১২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১১৪ জন, ভাটেরা উচ্চবিদ্যালয় থেকে ৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৩ জন ও টিলাগাঁও এ.এন উচ্চ বিদ্যালয় থেকে ৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪০ জন, উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয় থেকে ৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১টি জিপিএ-৫ সহ ৩৮ জন ও কর্মধা উচ্চবিদ্যালয় থেকে ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৩ জন উত্তীর্ণ হয়েছে।