ময়লা-আবর্জনায় ঢাকা মিরাবাজার দিঘী
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৪, ৩:৪৭:২৯ অপরাহ্ন
এই দিঘীটির অবস্থান নগরের গুরুত্বপূর্ণ মিরাবাজারে। এই এলাকা দিয়ে দিনভর থাকে মানুষের বিচরণ। পাশেই আছে একটি মাইক্রো স্ট্যান্ড। নগরের সৌন্দর্য বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এই দিঘীটি যেন ‘অভিভাবকহীন’। দিঘীর পানিতে অবাধে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলার কারণে দিঘীর পানি দূষিত হচ্ছে। দীর্ঘ সময় প্লাস্টিক কিংবা অপচনশীল বস্তুর মোড়ক পানিতে থাকতে থাকতে পানিতে সবুজ শ্যাওলা পড়েছে। এরই মধ্যে পানির রং ‘সবুজ শ্যাওলাময়’ হয়ে গেছে। মাঝেমধ্যেই দিঘী থেকে পচা গন্ধও আসে। এ নিয়ে আশপাশের বাসিন্দা ও পথচারীদের ক্ষোভ আছে। অথচ কর্তৃপক্ষ নির্বিকার। ছবিটি গতকাল সোমবার তুলা।