দক্ষিণ সুরমায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৪, ৮:৫৫:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুরমা থেকে চেক ডিজনার মামলায় সাজাপ্রাপ্ত ১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাতটার দিকে দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান।গ্রেফতারকৃত আসামী পার্থ রায় নগরীর কোতোয়ালী থানাধীন নোয়াপাড়া এলাকার হরিপদ রায়ের ছেলে। তার বিরুদ্ধে চেক ডিজনারের পৃথক ২টি মামলায় ২২ লক্ষ টাকা জরিমানা ও দেড় বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ রয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেটের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরনের জন্য এসএমপি সিলেট বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।