দক্ষিণ সুরমায় পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৪, ১০:০৮:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পুলিশী হয়রানীর প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার, চন্ডিপুল এলাকার রাস্তা অবরোধ করেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সন্ধ্যা সোয়া ৭টা দিকে পুলিশের সাথে আলোচনাক্রমে অবরোধ প্রত্যাহার করে তারা।
আকস্মিক অবরোধের ফলে সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একদিকে হুমায়ুন রশীদ চত্বর-চন্ডিপুল থেকে দক্ষিণ সুরমার লালাবাজার পর্যন্ত দুপাশে আটকা পড়ে হাজার হাজার যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ।
জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান, পুলিশ কর্তৃক আমরা প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছি। বৃহস্পতিবার দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় আমাদের কয়েকজন পরিবহন শ্রমিককে পুলিশ আটক করার চেষ্টা করে। এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা তেলিবাজার, চন্ডিপুল এলাকায় সড়ক অবরোধ করেন। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসলে তাদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন- আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বর্তমানে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা।
এর আগেও এ বছরের ৬ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা।