জগন্নাথপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৪, ৯:১১:৫৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। শুক্রবার জগন্নাথপুর উপজেলা আ.লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক পরিকল্পানমন্ত্রী এমএ মান্নান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাবেক সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাবেক সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ সাফরোজ ইসলাম মুন্না, উপজেলার মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পাটলি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, রাণীগঞ্জ ইউপি সদস্য জাকির হোসেন, আ.লীগ নেতা আফু মিয়া, মুন্তাকিন আহমদ, সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, তাজ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, বর্তমান সভাপতি আবদুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক আহমদ, কলেজ ছাত্রলীগের হাসান আদিল এবং ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।