ভিক্ষুক ও হিজড়াদের চাঁদাবাজি বন্ধে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৪, ৭:৩০:৫২ অপরাহ্ন
সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সিলেট মহানগরীর ভিক্ষুক ও হিজড়াদের উপদ্রব ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বেলা সাড়ে ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করে মোবাইল রিচার্জের মেয়াদ শেষে অব্যবহৃত মিনিট ও জিবি অপারেটররা কেটে নেওয়ায় বিষয়ে আলোচনা করা হয়। সহকারী পরিচালক সিলেট কল্যাণ সংস্থার নেতবৃন্দের সাথে আলোচনা করেন এবং এ ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাথে যোগাযোগ করে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য পরামর্শ প্রদান করেন।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আলোচনায় উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মুখতার আহমেদ তালুকদার, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার সম্পাদক শাহীন আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, নাহিদুল ইসলাম লাভলু ও মোঃ আবুল হাসান। বিজ্ঞপ্তি