সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সভা
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৪, ৮:১১:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: আগামী ৫ জুন চতুর্থ ধাপে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপলের সমর্থনে জেলা জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের জেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল মেয়র মণির উদ্দিন মনির, জেলা যুবলীগের আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল, জাতীয় পার্টির নেতা হারুন আহমদ ও জসিম উদ্দিন প্রমুখ।