চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৪, ৮:১৭:৫৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: চুয়াডাঙ্গার ওপর দিয়ে গত কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গত ৩০ এপ্রিল এই জেলার তাপমাত্রার পরদ উঠেছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল গত ১০ বছরের মধ্যে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।
এদিকে, প্রচন্ড গরমের কারণে কৃষকরা তাদের জমিতে কাজ করতে পারেননি। জেলার দামুড়হুদা উপজেলার কোমোরপুর গ্রামের মরিচ চাষি মহাসিন বলেন, প্রচন্ড গরমে মাঠে কাজ করা কষ্টকর হয়ে উঠেছিল। তাই বাড়ি ফিরে এসেছি। পানির অভাবে খেতের ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আল্লাহ বৃষ্টি না দিলে ফসল রক্ষা করা কঠিন হবে যাবে।