বিদ্রোহী কবির জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু লেখক ফোরামের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৪, ৯:০২:৫৫ অপরাহ্ন
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে ২৫ মে শনিবার বেলা সাড়ে ১১টায় কবির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। দুপুর ১২টায় অডিটোরিয়াম প্রাঙ্গণে এক আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ধ্রুবজ্যোতি গৌতম। বক্তব্য দেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক কবি মনজুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক সহিদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম আহমদ, নিবঅহী সদস্য মোঃ ফিরোজ আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় লেখা পাঠে অংশ নেন আফরিন সুলতানা, অনিশা দাশ, নাঈমা জামান নদী, সামিয়া আক্তার, কনিকা আক্তার আইরিন, মোঃ রিফাত, হালিমা আক্তার রূপা। বিজ্ঞপ্তি