অর্থমন্ত্রী বরাবর কৃষক ফ্রন্টের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৪, ৭:৪৩:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বাসদ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আগামীর বাজেটে উন্নয়ন বরাদ্দের শতকরা ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
রোববার দুপুরে মৌলভীবাজার শহরের টিসি মার্কেটের সামনে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে স্মারকলিপি প্রদানের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্মারকলিপিতে দাবি সমূহ পড়ে শুনান এডভোকেট মঈনুর রহমান মগনু। বক্তব্য রাখেন জেলা সদস্য বাদল দাশ, হৃদয় অধিকারী, সদর উপজেলা সংগঠক শামসুল ইসলাম এবং সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী।
দাবীগুলো হচ্ছে- কৃষি-কৃষক ও ক্ষেতমজুর বাঁচাতে জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দ করা। ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ ফসল ক্রয়। সবজি সংরক্ষণাগার নির্মাণ ও ধান-গম-আলুর সংরক্ষণের জন্য পর্যাপ্ত খাদ্য গুদাম-সাইলো, কোল্ডস্টোরেজ নির্মাণ। শ্রমজীবীদের জন্য সেনাবাহিনীর দরে রেশনিং চালু। চাষিদের বিনামূল্যে সেচ ও সহজ শর্তে ঋণ প্রদান। পুকুরে মাছ চাষ ও পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা। ভারত থেকে আসা অভিন্ন ৫৪টি আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকরী উদ্যোগ নেয়াসহ মোট ১২টি দাবী তুলে ধরা হয়।