বাহরাইনে জালালাবাদ এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৪, ৬:৩৭:০৯ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি : জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখার ২০২৪/২০২৫ সেশনের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দেশটির জুফায়ের এলাকায় চার তারকা একটি হোটেলে মোহাম্মদ রজব আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি মো. জসিম উদ্দিন, মো. আরিফ, ছানু মিয়া, চিকন আহমেদ, ওলি উদ্দিন শামিম, বিষ্ণুপদ দেব, টিপু সুলতান, কালা মিয়া চৌধুরী, সাহেদ আহমেদ, ওলিউর রহমান, শওকত মিয়া, সুলতান আহমেদ, শাহ আলম, এম এম শামিম রানা, মোহাম্মদ সুমন, আজমল আহমেদ, সবুজ মিয়া, শাবলু মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মোহাম্মদ কায়েছ আহমেদকে পুনরায় সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং লিমন আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। শেষে বাহরাইন প্রবাসী হ দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।