কামরানকে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৪, ৮:১৩:৪৬ অপরাহ্ন
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও বর্তমান ভারপ্রাপ্ত মেয়র মোঃ মখলিছুর রহমান কামরানকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি।
রোববার রাতে বৃহত্তর মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হাফিজ হুসাইন আহমদ মাসুমের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. বাবলু খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রিয়াজ মিয়া, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা: রেবেকা বেগম রেনু, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা: ফাতেমা বেগম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী, ব্যবসায়ী আব্দুল বাসিত মহসিন, ব্যবসায়ী সমিতির উপদেষ্টা সৈয়দুন নূর তালুকদার, আল মদিনা জামে মসজিদ মদিনা মার্কেটের মুতাওয়াল্লি মোঃ খলিলুর রহমান খান, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি