ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৪, ৮:১৯:০৪ অপরাহ্ন
অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার দুপুর ১২টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ের সামনে শ্রমিকদের জমায়েত শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করা হয়।এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট আহ্বায়ক আবু জাফর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের সহ-সভাপতি ইয়াছিন আহমদ, এরশাদ মিয়া, হারুন মিয়া আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে মিন্টু যাদব, জুয়েল আহমদ, অভি ইসলাম, একলাছ মিয়া, নিজাম উদ্দিন, ধিনাজ আহমদ, আকবর আলি, ইসমাইল হোসেন, ফখরুল ইসলাম, আনিছুল ইসলাম, রাশেদুল, হান্নান আহমদ কবির, খাইরুল ইসলাম, আব্দুল্লাহ, বাচ্চু, শহিদ, জাহের উদ্দিন, শহীদ মিয়া প্রমূখ। বিজ্ঞপ্তি