লায়ন্স ক্লাব হলিসিটির মাসিক সভা
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৪, ৮:২০:৪৪ অপরাহ্ন
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১ লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির মাসিক সভা সোমবার নগরীর মীরবক্সটুলাস্থ একটি অভিজাত রেস্টেুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন পার্থ দাস রায় এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন খন্দকার সিপার আহমদ, সাবেক সভাপতি লায়ন আতাউর রহমান সেলু, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন জুমা আহমদ, লায়ন ইসরার আহমেদ রকি প্রমুখ। সভায় আগামী বছরের জন্য বৃক্ষ রোপণ, অসহায়দের সহায়তা, চক্ষু শিবিরসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে ২য় বারের মতো লায়ন সাজুওয়ান আহমদ-কে সভাপতি ও লায়ন পার্থ দাস রায়-কে সাধারণ সম্পাদক এবং লায়ন জুমা আহমদ-কে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট (২০২৪-২৫) সালের লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১ লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি