উচ্ছেদের আগে স্থানান্তর সময় চান ভোলাগঞ্জ ব্যবসায়ীরা
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৪, ৯:০৬:০০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: উচ্ছেদ অভিযান বন্ধ করে কোম্পানীগঞ্জের পাথর ব্যবসায়ীদের বিকল্প পুনর্বাসনের জন্য তিন মাস সময় প্রদানের দাবী জানিয়েছেন ভোলাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলা চুনাপাথর আমদানীকারক গ্রুপের কার্যালয়ে এক সভায় প্রশাসনের কাছে এই দাবি জানান ব্যবসায়ীরা। এ সময় লিখিত বক্তব্যে সমিতির সিনিয়র সহসভাপতি দেলোয়ার মাহমুদ রিপন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পক্ষে বলেন, স্থল বন্দর প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে ভোলাগঞ্জ দশনম্বর এলাকার বিস্তীর্ণ ভুমি অধিগ্রহণ করা হয়েছে, যেখানে ইতিমধ্যে কয়েকশ পাথর ভাঙ্গার ছোট মেশিন স্থাপন করে কয়েক হাজার ক্ষুদ্রব্যবসায়ী ও হাজার হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে আসছেন। আকস্মিক উচ্ছেদ অভিযানের কারণে এসব ব্যবসায়ী ও শ্রমজীবী লোকজন তাদের রোজগার বন্ধ হওয়ার আশংকায় দিশেহারা হয়ে পড়েছেন। এখানকার ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ব্যাংক ঋণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। কোন রকমের পুনর্বাসন ছাড়া এসব পাথর ভাঙ্গার মেশিন উচ্ছেদ হলে এ পেশার সাথে সংশ্লিষ্টরা রোজগার বঞ্চিত হবে। ব্যবসায়ী শ্রমজীবী লোকদের পুনর্বাসনের জন্য কর্তৃপক্ষের নিকট ৩ মাস সময় প্রদানের দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মজির উদ্দিন, ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াদ আলী, ভোলাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জসিমুল ইসলাম আঙুর, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, চুনাপাথর আমদানি কারক গ্রুপের সদস্য কাওছার আহমদ, আতাউর রহমান, সুন্দর আলী, আক্তারুজ্জামান নোমান, ব্যবসায়ী রুকন মিয়া, শফিকুল ইসলাম, কমর উদ্দিন চান মিয়া, সায়েদ আহমদ, কয়েস আহমদ প্রমুখ।