জকিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৪, ৭:৩৪:৫৯ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ঘেচুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো, গউছ উদ্দিনের মেয়ে সাইমা জান্নাত ইভা (৭) ও ইকরাম উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌসী মিম। তারা উভয়ে চাচাতো বোন।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানা যায়, বাড়ীর পাশে পুকুরপাড়ে আমগাছের তলায় আম কুড়াতে যায় তিন বোন। পরে তাদের খোঁজ করতে গিয়ে অপর ছোট বোন লাবিবা জান্নাত (৩)কে পুকুর পাড়ে দেখতে পান বাড়ীর লোকজন। ইভা ও মিমের কথা জিজ্ঞাসা করলে সে পুকুরের দিকে ইশারা করে। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ ও এসআই লিটন দাস।