পাহাড়ি ঢলে প্লাবিত গোয়াইনঘাট সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৪, ৯:০৮:০৭ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বর্ষণে মঙ্গলবার আকষ্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয় গোয়াইনঘাটের নিম্নাঞ্চল। বুধবার সকাল থেকে দ্রুত পানি বাড়তে থাকলে উপজেলা ও জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাওরাঞ্চলে চারশত ঘরবাড়িতে পানি উঠেছে। আক্রান্তরা স্বজনের বাড়িতে অনেকেই আশ্রয় নিয়েছেন। পানিবন্দী রয়েছেন কয়েক হাজার নর নারী। দ্রুত পানি বাড়ায় শঙ্কিত রয়েছেন এলাকাবাসী।
উপজেলার ১ নং রুস্তমপুর ইউপির চেয়ারম্যান শাহাবউদ্দন জানান, তার ইউপির ঠেকনাগুল, গোজারকান্দি, পাতনী, কাঠালবাড়ি, নয়াপাড়া বীরমঙ্গল, ভেড়ীবিল লামা হাওর এলাকায় শতাধিক ঘরবাড়িতে পানি উঠেছে। আমরা সতর্ক রয়েছি। বিপদগ্রস্তের খবর পেলেই উদ্ধারের ব্যবস্থা নেয়া হবে।
৫নং আলীরগাঁও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বুধবার সকালে দ্রুত পানি বৃদ্ধিতে হাওর এলাকার তিতকুল্লি নাইন্দা, ধর্মগ্রাম পাচসেউতি, নয়াখেল, কাকুনাখাই খলাও হাওর, নয়াগ্রাম উত্তর আলীর গ্রাম, পূর্ব দিঘীরপার, হুদপুরসহ হাওর এলাকার আড়াইশত ঘর বাড়িতে পানি উঠেছে। লোকজন আশপাশে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আমরা নিকটস্থ আশ্রয় কেন্দ্রে লোকদের যাবার জন্য বলেছি।
বন্যায় গোয়াইন সারী, গোয়াইনঘাট সালুটিকর, পিরিজপুর সোনারহাট রাস্তায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া লেঙ্গুড়া তোয়াকুল নন্দিরগাঁও ডৌবাড়ি ইউপির হাওরাঞ্চলে কয়েক হাজার নর নারী রয়েছেন পানিবন্দী
বন্যার সার্বিক বিষয়ে জানতে চাইলে ইউএনও এবং ত্রাণ শাখায় মোবাইলে যোগাযোগ করলে ফোন রিসিভ হয়নি। গোয়াইনঘাটে আকষ্মিক পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ২০২২ সলের ভয়াবহ অবস্থার সৃষ্টি করবে কি না সেই শঙ্কায় শঙ্কিত রয়েছেন মানুষ। দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে।