মৌসুমি বায়ুর বিস্তার, শিগগিরই আসছে বর্ষা
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৪, ৯:০৩:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দুদিন থেকে ভ্যাপসা গরমে পুড়ছে সিলেটসহ সারাদেশ। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষার বার্তা নিয়ে গত কয়েকদিন ধরে দেশে প্রবেশ করছে মৌসুমি বায়ু। তবে এখনও সারাদেশে বিস্তার লাভ করতে পারেনি সেটি। আগামী তিন থেকে চারদিনে দেশব্যাপী মৌসুমি বায়ু বিস্তার লাভ করবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের অবশিষ্টাংশে আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। যা আগামী তিন থেকে চারদিনের মধ্যে সারাদেশে ছড়িয়ে যাবে।
এদিকে শনিবার সিলেটের আকাশে ছিল ঝকঝরে রোদ। বেড়েছে গরমও। এদিন সিলেটের তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৪ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, যেহেতু মৌসুমি বায়ু দেশে বিস্তার লাভ করছে, সেহেতু আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা কম। তবে যেসব এলাকায় বৃষ্টি হবে না, সেসব এলাকায় মৃদু তাপপ্রবাহ হতে পারে। যেমন- ময়মনসিংহ ও সিলেট বিভাগে তাপপ্রবাহের সম্ভাবনা কম এবং খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
উল্লেখ্য: মৌসুম বা ঋতুভিত্তিক যে বায়ু প্রবাহিত হয় সেটাই মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু প্রবাহের দ্বারা সৃষ্ট জলবায়ুকে মৌসুমি জলবায়ু বলে। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এতে গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। এই বায়ু দক্ষিণের বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প নিয়ে দেশের উপর দিয়ে প্রবাহিত হয়, ফলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এসময় কৃষকরা অত্যাধিক আর্দ্রতা পছন্দকারী ফসল যেমন-ধান, পাঠ, ইক্ষু চা ইত্যাদি জন্মান।