তাহিরপুরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৪, ৬:১৯:৩২ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি: পরিবারের অগোচরে রাতের আঁধারে গলায় রশি পেছিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করেছে দুই সন্তানের জনক বিল্লাল মিয়া (৩৩)। তিনি যাদুকাটা নদীতে বালু ও পাথর উত্তোলন শ্রমিক হিসাবে কাজ করেন।রোববার ভোর রাতে সুনামগঞ্জের তাহিরপুরের লোহাজুরী ছড়ারপাড় গ্রামে নিজ বাড়ির পাশেই ঘটনাটি ঘটে। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের লোহা জুরী ছড়ারপাড় গ্রামের নায়েব আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঋণগ্রস্ত হওয়ায় হতাশাগ্রস্ত হয়েই বাড়ির পশ্চিম পাশে গামাই গাছে গলায় রশি পেছিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারনা করছেন পরিবার ও এলাকাবাসী। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





