মিয়ানমারে ভূমিকম্প কাঁপল সিলেটও
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৪, ১০:০৭:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মিয়ানমারে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। যা অনুভূত হয়েছে বাংলাদেশের সিলেট জেলায়ও। রিখটার স্কেলে এর মাত্রা ৫ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।
মাত্র ৪ দিনের ব্যবধানে সিলেটে ফের ভূমিকম্প হয়েছে। রোববার বেলা দুপুর ২টা ৪৪ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮। তবে সিলেটে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেন সিলেট আবহওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো মিয়ানমার বলেও জানান তিনি। এর আগে ২৯ মে (বুধবার) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটেও ভূমিকম্পে কেঁপে উঠে সিলেট। ওই ভূ-কম্পনেরও উৎপত্তিস্থল ছিলো মিয়ানমার এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৬।
তার আগে গত বছরের ৯ সেপ্টেম্বর ভারতের আসামে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যা সিলেটেও অনুভূত হয়েছিল। একই বছরের ১৪ ও ২৯ আগস্ট সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছিল। তবে ঐ দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটে।