মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা দেখল বিশ্ব
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৪, ৮:২৩:৫৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা অনুভব করল বিশ্ববাসী। এই সময়ে প্রত্যেক মাসই আগের মাসের উষ্ণতার রেকর্ড ভেঙেছে। সর্বশেষ মে মাসে প্রাক শিল্পযুগ থেকে ১ দশমিক ৬৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল তাপমাত্রা। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাসের প্রকাশিত উপাত্ত থেকে এসব তথ্য জানা যায়। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস জানিয়েছেন, গত বছর থেকে প্রতিমাসেই তাপমাত্রা বেড়েছে। সামনের ১৮ মাসে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণের জন্য বিশ্বনেতাদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গুতেরেস বলেন, আমাদের পৃথিবী কিছু বলার চেষ্টা করছে। কিন্তু আমরা শোনার চেষ্টা করছি না। প্রতিদিনই উষ্ণতার রেকর্ড ভাঙছে। আমাদের এখনই কিছু করা দরকার।’
এর আগে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের শেষ দিকে মানুষের কর্মকাণ্ডে তাপমাত্রা প্রাক শিল্পযুগের আগের স্তরের ১.৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে উষ্ণতার জন্যে দায়ী কার্বনসহ অন্যান্য গ্যাসের গড় বার্ষিক নিঃসরণের পরিমাণ ৫৩ বিলিয়ন টন। ২০২২ সালে নিঃসরণের পরিমাণ ছিল ৫৫ বিলিয়ন টন