গোলাপগঞ্জে ভূমিসেবা সপ্তাহে উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৪, ৭:৫১:৩৫ অপরাহ্ন
গোলাপগঞ্জ সংবাদদাতা: গোলাপগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে সেবাসপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে সেবাসপ্তাহ ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলী, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হানিফ খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সালা উদ্দিন ভূইয়া, উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা চায়েন উদ্দিন মোল্লা, পেশকার মৃনাল কান্তি সরকারসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেছেন, দেশে ভূমির সেবার ক্ষেত্রে ডিজিটাল করা হয়েছে। মানুষ যাতে সহজে নামজারী, পর্চাসহ সব সেবা পায় সে লক্ষে কাজ করছে সরকার। ভূমি অফিস সবসময় জবাবদিহিতার মধ্যে রয়েছে। মানুষ যাতে সহজে ভূমি সেবায় পায় সেজন্য কর্মকর্তারা কাজ করছেন। তহশীল অফিসকে সম্পূর্ণ সচ্ছলতার সঙ্গে কাজ করছেন। প্রতিটি স্কুলে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে কিভাবে ডিজিটাল নামজারি করা হয় তা শিখানো হবে।