সিলেটে টিলা ধসে মাটিচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৪, ১:৪০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরের টিলা ধসে ৬ জন মাটি চাপ পড়েছেন। তাদের মধ্যে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী আহত ও নিহতদের উদ্ধার করে।
সোমবার (১০ জুন) ভোর ৬টার দিকে সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)।
সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ‘দুই ভাই আব্দুর রহিম ও আব্দুল করিমসহ তাদের পরিবারের ৬ সদস্য ওই বাড়তে থাকতেন। সকাল ৬টার দিকে টিলা ধসের ঘটনায় তার মাটি চাপা পড়েন। আব্দুর রহিম, তার স্ত্রী ও সন্তানকে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু আব্দুর করিম ও তার স্ত্রী ও ছেলে নিখোঁজ ছিলেন। পরে সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দিয়ে নিখোঁজ তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।