সুনামগঞ্জে ভ্রাম্যমাণ খাবারের দোকান বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৪, ৬:৩৯:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচীর আওতায় শহর সমাজসেবা কার্যালয় এর মাধ্যমে ৭ জন ভিক্ষুককে ১টি করে ইলেকট্রিক রিক্সা ও ২ জন প্রতিবন্ধী ভিক্ষুককে ১টি করে ভ্রাম্যমাণ খাবারের দোকান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয় সুনামগঞ্জ এর আয়োজনে ও বাস্তবায়নে ১১ জন ভিক্ষুকদের মাঝে ব্যাটারী চালিত ইলেকট্রিক রিক্সা ও ভ্রাম্যমাণ খাবারের দোকান বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম ও সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আহমদ নুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান, সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) সাখাওয়াত আহমেদ, সুনামগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম, আরডিএসএ সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার।