জৈন্তায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মান উন্নয়ন নিয়ে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৪, ৯:১১:৪৪ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা।
এডভোকেসি নেটওয়ার্ক কমিটি জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হালিম এর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন। উপস্থিত ছিলেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধি কাউছার আহমদ, এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য গোলাম সরওয়ার বেলাল, সবীর চক্রবর্তী, ইমাম উদ্দিন, ক্লেমেন্ট চিশিম বর্ষা, এন্ডরু স্মীথ খংলা, হোসেন মিয়া, অলিউর রহমান, জাহানারা বেগম, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেঞ্জ এজেন্ট সুকিয়া বেগম, সেলি রানী দেব, তানজিনা হক আনিষা, ববিতা সুচিয়াং, মারুফ আহমদ, শামীম আহমদ প্রমুখ।