বৃটিশ বাংলাদেশী ফার্স্ট সিটিজেন এলায়েন্স নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ হাইকমিশনারের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৪, ২:৩২:৫৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি :
১২ই জুন বুধবার, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে, হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এর সাথে ব্রিটিস বাংলাদেশী ফার্স্ট সিটিজেন এলায়েন্স (ব্রিটিস বাংলাদেশী মেয়র এসোসিয়েশন) এর নবগঠিত কমিটির সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করা হয়। এই সংগঠনের অন্যতম উদেশ্য হলো বৃটেন এবং বাংলাদেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। দুই কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে কাজ করা, নতুন প্রজন্মকে বাংলাদেশমুখী করা এবং দেশে বিনোয়োগ করার ব্যাপারে উৎসাহিত করা। প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবী দাওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা এবং হাইকমিশনের মাধ্যমে এখানকার সেবাগুলো কিভাবে আরো উন্নত করা যায় সে ব্যাপারে ভূমিকা পালন করা।
এসব বিষয়ে হাই কমিশনারের সাথে প্রায় ২ ঘন্টা অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়।
হাইকমিশনার সংগঠনের সকলকে শুভেচ্ছা জানান এবং একসাথে কাজ করার বা সবধরনের সহোযোগিতা করার আশ্বাস দেন।
হাইকমিশনের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে উপস্থিত নেতৃবৃন্দকে হাইকমিশনার অবহিত করেন। তিনি বলেন, এই সংগঠনের মাধ্যমে দুইদেশের বন্ধুসুলভ সম্পর্ক আরো জোরদার এবং দুই কমিউনিটি আরো বেশি উপকৃত হবে।
সভায় হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার হযরত আলী খান, কনসুলার বিভাগ প্রধান শরীফ উদ্দিন এবং বৃটিশ বাংলাদেশী ফাষ্ট সিটিজেনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, ব্রেন্ট কাউন্সিলের এর সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ, সংগঠনের সাধারণ সম্পাদক টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলর মোঃ আয়াছ মিয়া, সংগঠনের ট্রেজারার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার খালেস উদ্দিন আহমেদ, সংগঠনের সহ সভাপতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, সংগঠনের সহ কোষাধ্যক্ষ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলর সাবিনা আক্তার, সংগঠনের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ক্রয়ডন এর সাবেক মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির, সংগঠনের নির্বাহী সদস্য টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পীকার আব্দুল মুকিত চুনু এমবিই। সভায় সংগঠনের পক্ষথেকে হাইকমিশনারকে ক্রেস্ট প্রদান করা হয়।