সিলেট লেখক পরিষদ’র সাহিত্য আসর
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৪, ৬:৪৯:৫৯ অপরাহ্ন
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, সংস্কৃতিজগতের কিংবদন্তি আমিনুর রশীদ চৌধুরী। তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রাচীন পত্রিকা যুগভেরীর সাবেক সম্পাদক। তাছাড়া নাট্যজগত ও প্রাচীন পত্রিকা ‘আল-ইসলাহ’ পৃষ্ঠপোষকতা ছিল উল্লেখযোগ্য।
তিনি বুধবার সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট লেখক পরিষদের কার্যালয়ে ‘যুগভেরী’ সাবেক সম্পাদক আমিনুর রশীদ চৌধুরীকে নিবেদিত সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদ’র ১১তম নিয়মিত মাসিক সাহিত্য আসর ও সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন কবি সালেহ আহমদ খসরু, সংগঠনের সহসাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল ও ঔপন্যাসিক সিরাজুল হক।
এছাড়া লেখাপাঠ ও বক্তব্য রাখেন ছড়াকার কবির আশরাফ, প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দ, উদ্দীপন একাডেমির সিনিয়র শিক্ষক রাসেল আহমদ, কবি নূর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি মকসুদ আহমদ লাল, শিল্পী বাহাউদ্দীন বাহার, কবি সাজিদুর রহমান, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন সোহেল আহমদ। বিজ্ঞপ্তি