ইসলামী সমাজকল্যাণ পরিষদের কোরবানীর গোস্ত বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৪, ৮:৫৮:৫৬ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগর এর উদ্যোগে কোরবানীর গোস্ত বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ঈদুল আযহার পরের দিন বিকালে দিনভর বৃষ্টি উপেক্ষা করে তাজপুরস্থ হযরত শাহজালাল (র:) এতিমখানা প্রাঙ্গণে প্রায় ৫ শত লোকের মধ্যে গোস্ত বিতরণ করা হয়।
সমাজকল্য্ণা পরিষদ এর সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এর সঞ্চালনায় গোস্ত বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল (র:) এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি সোহরাব আলী, পরিষদ এর সাবেক সভাপতি রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, সমাজসেবক জাহেদ আহমদ।
উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, সমাজসেবক আনহার আহমদ, সাফির আহমদ, মিজানুর রহমান, শিব্বির আহমদ চৌধুরী, আব্দুল করিম সাচ্চু, আফছর আহমদ, আহমদ আনোয়ারুল হক, খছরু মিয়া, লতিফুর রহমান, মুজিবুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি