জৈন্তায় বন্যার্তদের জামায়াতের খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৪, ৯:২৮:৩০ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আকস্মিক ২য় দফার বন্যায় জৈন্তাপুরসহ সিলেটের প্রায় সবকটি উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বন্যার্ত পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। ইসলাম মানবতার ধর্ম। মুসলমানগণ পরস্পর ভাই-ভাই। ধর্ম-বর্ণ ও দলমতের ঊর্ধ্বে উঠে সকল মানুষের বিপদে সব সময় মজলুম সংগঠন জামায়াতে ইসলামী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। জামায়াত সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা, খাদ্য-সামগ্রী, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসা ঈমানের দাবি। অসহায় দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত।
তিনি বৃহস্পতিবার দিনভর সিলেট জেলা উত্তর জামায়াতের উদ্যোগে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষ ও আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত খাবার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা উত্তরের আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন। এছাড়া এসময় জৈন্তাপুর উপজেলা আমীর-সেক্রেটারী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, বিপদ মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকেই আসে আমাদের ঈমানী পরীক্ষার জন্য। প্রাকৃতিক দুর্যোগ বলে এটাকে উড়িয়ে দেয়া ঠিক নয়। কারণ মহান আল্লাহ পাকই সবকিছুর নিয়ন্ত্রক। আসমানী গজব থেকে রক্ষায় কুরআন হাদীসের অনুসরণের বিকল্প নেই। জামায়াত আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের পথ প্রশ্বস্ত করতে চায়। বিজ্ঞপ্তি