বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বন্যাদুর্গতদের পাশে জামায়াত নেতা সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৪, ৮:০০:৫২ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় বন্যাদুর্গতদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণসহ তাদের প্রতি সহমর্মিতা জানান তিনি। শুক্রবার ও শনিবার দিনভর বিয়ানীবাজার পৌরসভা, লাউতা, মুড়িয়া, কুড়ারবাজার, চারখাই, দুবাগ, শেওলা ইউনিয়ন ও গোলাপগঞ্জ পৌরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে তিনি অংশ নেন।
এ সময় সেলিম উদ্দিন বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলাসহ পুরো সিলেট ও সুনামগঞ্জ বন্যার পানিতে ভাসছে। চারিদিকে বন্যার্ত মানুষের আর্তনাদ। এই কঠিন বালা-মুসিবত থেকে রক্ষার জন্য বেশি বেশি আল্লাহর দরবারে মিনতি জানাতে হবে। মজলুম সংগঠন জামায়াতে ইসলামী বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আমির মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মোস্তফা উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম, পৌর আমির মাওলানা জমির হোসাইন, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, পৌর সভাপতি আশিকুর রহমান হেলাল, শফি আহমদ মুন্না সংশ্লিষ্ট ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি